সংগঠনিক গতি বাড়ানোই লক্ষ্যেই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
- আপডেট সময়- ০৬:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জেলায় সম্মেলন শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এর মধ্য দিয়ে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীলতা বাড়াতে সম্ভব হবে বলে মনে করছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
তাদের মতে, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে পুরোপুরি মনোযোগ দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সারা দেশে একযোগে সংগঠনের মেয়াদোত্তীর্ণ ২২টি সাংগঠনিক জেলা ইউনিটের সম্মেলন শুরু করার উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে ।
গত ২০ জুন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় স্বেচ্ছাসেবক লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ২২টি জেলা ইউনিটের সম্মেলনের নির্ধারিত তারিখ ঘোষণা করেন। যার মধ্যে রয়েছে ২০টি জেলা ও ২টি মহানগর শাখার সম্মেলন।
পূর্ব ঘোষিত নির্ধারিত তারিখ অনুযায়ী গত শুক্রবার ঝিনাইদহ, রোববার সিরাজগঞ্জ ও আজ সোমবার মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হবে কুষ্টিয়া জেলা সম্মেলন। এছাড়াও ১২ জুলাই যশোর, ১৩ জুলাই চুয়াডাঙ্গা, ১৪ জুলাই মাগুরা, ১৫ জুলাই বরগুনা, ১৮ জুলাই নীলফামারী, ১৯ জুলাই লালমনিরহাট, ২০ জুলাই গাইবান্ধা, ২১ জুলাই রাজবাড়ী, ২২ জুলাই ফরিদপুর, ২৩ জুলাই টাঙ্গাইল, ২৪ জুলাই ফেনী, ২৫ জুলাই চট্টগ্রাম, ২৮ জুলাই কক্সবাজার, ২৯ জুলাই নেত্রকোনা, ৩০ জুলাই নরসিংদী এবং ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু জানান, ‘আগামী নির্বাচন সামনে রেখে সারা দেশে স্বেচ্ছাসেবক লীগকে সুশৃঙ্খল করতে সম্মেলনের মধ্যমে সাজানোর চেষ্টা অব্যাহত রয়েছে। সংগঠনের গতি আরও জোরদার এবং শক্তিশালী করতে একযোগে মেয়াদোত্তীর্ণ ইউনিটগুলোর সম্মেলন চলমান রয়েছে। সম্মেলনের মাধ্যমে আসা নেতৃত্বরা আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন।’
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘চলতি বছরের জুলাই মাসে সম্মেলনের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ জেলা ইউনিটগুলোর কমিটি গঠনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এর আগে আমরা সদস্য সংগ্রহ এবং অধিকাংশ ওয়ার্ড, ইউনিয়ন ও থানার কমিটি গঠন করেছি।’
তিনি বলেন,নতুন-পুরাতনদের সমন্বয়ে ত্যাগী ও রাজপথের দুঃসময়ের কর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠন করা হবে। নতুনদের ক্ষেত্রে ছাত্রলীগের সাবেকদের দিয়ে সাজানো হবে, যারা জাতীয় নির্বাচনে নিজেদের দক্ষতার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।