নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন সেক্রেটারি খোকন নির্বাচিত
- আপডেট সময়- ১২:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলায় সুদীর্ঘ চৌদ্দ বছর পর অবশেষে জেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সাংসদ (এমপি) বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক খোকন।
শনিবার (১৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাসিক সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের দুজনের নাম ঘোষণা করে। এরপর আনুষ্ঠানিক ভাবে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ তাদের নাম ঘোষণা করেন।
জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পরে তিনি জেলা বিএনপির নেতাকর্মীদেরকে দলের আগামীর সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে নানান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এদিকে দলের সার্থ ও বৃহত্তর ঐক্যের কথা চিন্তা করে জেলা বিএনপি’র কাউন্সিল সাধারণ সম্পাদক পদ প্রার্থী থেকে সরে দাঁড়ান মাশুকুল ইসলাম রাজিব। তারেক জিয়া অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে রাজিব ও জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ভূয়সী প্রশংসা করেন।
এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠান সমাপ্তি ঘটে। সকাল এগারোটার মধ্যে সকল নেতাকর্মীরা সম্মেলন মঞ্চে হাজির হয়।
শুরুতে জাতীয় সংগীতের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় কাউন্সিল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ বক্তা হিসেবে ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ