মার্কিন কংগ্রেসে ২য় বারের মত ভাষণ দিয়ে ইতিহাস গড়ছেন নরেন্দ্র মোদি
- আপডেট সময়- ১০:০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রিয় সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে আগামী ২১ জুন থেকে ২৪ জুন দেশটিতে অবস্থান করবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ২২ জুন দ্বিতীয়বারের মতো ভাষণ দিবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ভাষনের মাধ্যমে তিনি ইতিহাস গড়তে যাচ্ছেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে দু’বার ভাষণ দিবেন(খবর এনডিটভি)
যুক্তরাষ্ট্রে মোদির প্রতি দ্বি-দলীয় সমর্থন এবং সম্মান প্রদর্শনপূর্বক এই ঐতিহাসিক ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয়ই মোদিকে আমন্ত্রণ জানায়।
মোদির আমন্ত্রণপত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সাত বছর আগে তার (মোদি) শেষ ভাষণটির প্রশংসা করেছে।
এছাড়া মোদি তার বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের অংশ হতে পেরে তিনি যে গর্বিত তা পুনরাবৃত্তিও করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ