মাধ্যমিকে ৫০৩৬ শিক্ষকের পদোন্নতির তালিকা প্রকাশ করেছে মাউশি

- আপডেট সময়- ১২:২১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলতি দায়িত্বে একাধিক পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার । এরই মধ্যে পদোন্নতির জন্য ৫ হাজার ৩৬ জন শিক্ষকের জ্যেষ্ঠতার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় কোনো ধরনের ত্রুটি থাকলে তা আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিহিত করতে বলা হয়েছে।
রোববার (২৫ জুন) এ তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
জানা যায়, সরকারি মাধ্যমিক স্কুলের সিনিয়র শিক্ষকের মধ্য থেকে সহকারী জেলা শিক্ষা অফিসার, সরকারি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা পদে চলতি দায়িত্ব প্রদান করা হবে। এরই মধ্যে এ তালিকা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত খসড়া জ্যেষ্ঠতার তালিকায় কেউ মৃত্যুবরণ, অবসর, সাময়িক বরখাস্ত, কর্মস্থল পরিবর্তন সংক্রান্ত অসঙ্গতি পরিলক্ষিত হলে উপযুক্ত প্রমাণসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে মাউশিতে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ