আ: লীগ আলোচনা করে রাজনৈতিক সংকট সমাধানে বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান
![](https://samakalinkagoj.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময়- ০১:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে
![](https://samakalinkagoj.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
অনলাইন ডেস্ক।।
রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই।তাই রাজনৈতিক যেকোনো সমস্যার সমাধানকল্পে আলোচনা অতীব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ দল হিসেবে সব দলকে নিয়ে আলোচনা করে সমাধানে বিশ্বাসী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামল।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্বাধীনতা পুরস্কার ২০২৩ অর্জন উপলক্ষে বুধবার (৭ জুন) দুপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ফায়ার সার্ভিসের উন্নয়নে সবকিছু করা হচ্ছে। দেশের প্রতিটি থানায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কার্যক্রমের শেষ পর্যায়ে।
নির্বাচন ইস্যুতে বিদেশি কূটনৈতিকদের তৎপরতা নিয়ে কোনো মন্তব্য না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণ করবে। রাষ্ট্রদূতরা তাদের বিধিনিষেধ মেনে কাজ করবেন।
এছাড়া জামায়াতে ইসলামীর কর্মসূচির নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, জামায়াত যেহেতু নিবন্ধিত কোনে দল না, সেহেতু কর্মসূচিতে তারা কোনো নাশকতা করবে কি না পুলিশ তা অবশ্যই খতিয়ে দেখবে।
নিউজটি শেয়ার করুন
![](https://samakalinkagoj.com/wp-content/uploads/2023/05/Screenshot_2023-05-15-19-50-34-682_com.google.android.apps_.docs_-726x1024.png)
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ