নারায়ণগঞ্জে টি শার্টে ব্যঙ্গ কার্টুন ছাপিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত: ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুর
![](https://samakalinkagoj.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময়- ০৭:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে
![](https://samakalinkagoj.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে বহুজাতিক রপ্তানিমূখী কারখানায় টি শার্টে ব্যঙ্গ কার্টুন ছাপিয়ে ধর্মীয় অনুভূতিতে কুঠারাঘাত আনা ও অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লার শিল্প নগরী এলাকায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার(৩১ মে) দুপুরে সদর উপজেলার পঞ্চবটির এনায়েতনগর এলাকায় এ্যাসরোটেক্স গার্মেন্টসে এ ঘটনার ঘটে। এ ঘটনা পরে ব্যঙ্গ কার্টুন প্রিন্ট করা দেড় হাজার পিস টি শার্ট পুড়িয়ে ও ক্ষমা প্রার্থনা করে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করে কাজে ফিরিয়ে নেয় মালিক পক্ষ।
ঘটনার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জে চতলার মাঠ এলাকায় অবস্থিত এ্যাসরোটেক্স গার্মেন্টসে এ ঘটনা ঘটে। ব্যঙ্গ চিত্র সম্বলিত ছবিসহ প্রিন্টের জন্য ৪ হাজার পিছ টি শার্টের অর্ডার নেয় এ্যাসরোটেক্স গার্মেন্টস।
এরপর তারা ব্যঙ্গ চিত্র ছবিসহ ১৭৫০ পিছ টি শার্ট তৈরী করে। তৈরী করা টি শার্ট গুলো দেখতে সৃষ্টির প্রথম মানব আদম-হাওয়া নিয়ে ব্যঙ্গ করার মত মানহানিকর মনে হওয়ায় মালিকপক্ষের কাছে আপত্তি জানায় কর্মরত শ্রমিকরা।
মালিকপক্ষ শ্রমিকদের আপত্তি অগ্রাহ্য করে অর্ডারের বাকি কাজ সম্পন্ন করার নির্দেশ দিলে। শ্রমিকদের মধ্যে অসন্তোস সৃষ্টি হলে মালিক পক্ষের নির্দেশনা অমান্য করে কাজ বন্ধ করে গার্মেন্টসের কয়েকশত শ্রমিক বিক্ষোভ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ শ্রমিকদের অভিযোগ শুনে মালিকপক্ষের সাথে দীর্ঘ আলোচনায় আপত্তিকর ছবি টি শার্টে প্রিন্ট করায় ভুল স্বীকার করা সহ প্রকাশ্যে শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ ক্ষমা চায় গার্মেন্টসের কর্মকর্তা জুবায়ের।
পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আপত্তিকর ব্যঙ্গ ছবিসহ প্রিন্ট করা ১৭৫০ পিছ টি শার্ট গার্মেন্টসের কর্মকর্তা জুবায়ের আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। এরপর শ্রমিকরা কাজে যোগদান করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন,জেলা পুলিশের‘ক’ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিজাউল হক, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, আতাউর রহমান মেম্বার।
অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল নাজমুল আলম জানান, ব্যঙ্গ কাটুন ছাপানো র্টিশার্ট গুলো ইতিমধ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। পাশাপাশি এ্যাসরোটেক্স নীটওয়ারে ম্যানেজার জোবায়েরকে আটক করা সহ মালিক পক্ষ চাকুরিচ্যুত করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এঘটনায় বিসিক শিল্প নগরীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
![](https://samakalinkagoj.com/wp-content/uploads/2023/05/Screenshot_2023-05-15-19-50-34-682_com.google.android.apps_.docs_-726x1024.png)
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ