দুইশ’র অধিক মামলা ডিএমপিতে, বাদী চেনেন না আসামিকে!
- আপডেট সময়- ০৩:৩৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
দোষীরা পার পেয়ে যাওয়ার শঙ্কা..!
অনলাইন ডেস্ক।।
দেশে ছাত্রজনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে ঢালাওভাবে মামলা হচ্ছে বিভিন্ন থানায়।
ডিএমপির তথ্য সূত্রে জানা গেছে, ৫ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় মাসে রাজধানীর বিভিন্ন থানাগুলোতে হত্যা মামলা হয়েছে ২৪৮টি। এসব মামলার বেশিরভাগ এজাহার একই ধরনের।
প্রথম ১০ থেকে ২০ জন আসামি আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ প্রভাবশালী কিছু পুলিশ কর্মকর্তা। এসব মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই বাদী চেনেন না আসামিকে। আসামিও বাদীর নাম শোনেননি কখনও।
গত ২৫ আগস্ট ঢাকার দোহার থানায় হয় তেমনি একটি মামলা। এজাহারে থাকা ঠিকানার সূত্র ধরে আসামির খোঁজ নিয়ে জানা যায়, রাজনৈতিক পরিচয় না থাকা অভিযুক্ত ষাটোর্ধ্ব এই ব্যক্তি দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন।
তিনি দাবি করেন, গত ১০ বছরেও দোহার যাননি।
তিনি আরও বলেন, আমরা সারাজীবন ব্যবসা করি। সে হিসেবেই সরকারে যেই থাকে তাদের সঙ্গেই আমাদের মিল রেখে চলতে হয়। আমরা কোনো রাজনীতি করি না। আমার নামে হত্যা মামলা করা হয়েছে, অথচ গত ১০ বছরে আমি দোহারে একদিনের জন্যও যাইনি। সরকারের কাছে আবেদন করব এভাবে আমাদের হয়রানি করবেন না।
এ বিষয়ে শিল্পপতিসহ ১৭৪ জনের নামে মামলার বাদী শাজাহান মাঝি জানান, মামলার আসামিরদের অধিকাংশকেই চেনেন না তিনি। তাহলে কেন করলেন মামলা। এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজনৈতিক মামলা তাই সবাইকে চেনেন না, নেতারা যাদের নাম দিয়েছে তাদের নামই মামলায় উল্লেখ করেছেন।
এমন মামলায় প্রকৃত দোষীরা পার পেয়ে যেতে পারে বলে শঙ্কা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহেদ আজিম বলেন, ভিন্ন মত পোষণের জন্যেই যেন যাতে কোন মামলা না হয়, এটাই আমরা আশা করব।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ