সর্বশেষ:-  
                            
                            
                     প্রচ্ছদ /
                   অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, মুন্সিগঞ্জ, রাজনীতি                
                কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে: মুন্সীগঞ্জে ড.আসাদুজ্জামান
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময়- ০৩:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
 
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন,কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছেন।জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়।এটি মিথ্যা কথা।তিনি বলেন,জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায় ।ভোট দিতে চায়।ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়।শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার লৌহজং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ২৪ গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন আকাঙখা বাস্তবায়ন দেখতে আয়োজিত জন সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,জনগণ একটি জবাব দিহিমূলক সরকার চায়,ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়।মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়।এটার জন্যই মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম হয়েছে,বিপ্লব হয়েছে এর জন্যই ২৪ এর অভ্যুত্থান হয়েছে।লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ আয়োজিত ২৪’র গণ অভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে জন সমাবেশে উপস্থিত ছিলেন,লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোস্তফা,  কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ,জেলা যুবদলের ১ নং যুগ্ন আহবায়ক আতাউর রহমান খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
							
                            নিউজটি শেয়ার করুন..
 ট্যাগস:- 
                                                          
- 
                                    সর্বশেষ সংবাদ
 - 
                                    জনপ্রিয় সংবাদ
 
																			



































































































