প্রতারণার অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নেত্রী দিলশাদ পুলিশি হেফাজতে

- আপডেট সময়- ০৬:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ২১ বার পড়া হয়েছে

বিশেষ নিউজ ডেস্ক।।
সরকারি অনুদানের ব্যবস্থা করার কথা বলে জুলাই আন্দোলনে আহত একাধিক ব্যক্তিদের কাছ থেকে প্রতারণা মাধ্যমে অর্থ দাবি করার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিন।
গত ৮ এপ্রিল নাগরিক সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করার তথ্য জানানো হয়েছে।তবে তার বহিষ্কারের বিষয়টি বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রকাশ হয়েছে।
জানা গেছে বহিষ্কৃত নেত্রী দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গসহ জুলাই আন্দোলনে আহতদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা দাবির অভিযোগ প্রমাণিত হয়েছে বিধায় তাকপ বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা।বহিষ্কারের চিঠিতে তার বিরুদ্ধে সাম্প্রতিক কর্মকাণ্ড জাতীয় নাগরিক কমিটির শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী’ বলেও উল্লেখ করা হয়েছে।
এছাড়াও চিঠিতে বলা হয়েছে “জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার (দিলশাদ) সাম্প্রতিক কর্মকান্ড আমাদের সংগঠনের শৃঙ্খলাভঙ্গ এবং আদর্শের পরিপন্থী বলে স্পষ্ট প্রতীয়মান হয়েছে। আপনার বিরুদ্ধে সকল অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে আপনাকে সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ বিষয়ে সংগঠনের সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, দিলশাদ আফরিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে এর সত্যতার প্রমান পাওয়া সাপেক্ষে গত ৮ এপ্রিল তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের কোনো ধরনের দায়িত্বেই ছিলেন না। তারপরেও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটি কোনো উর্ধ্বতন নেতৃবৃন্দ অবগত ছিলো না।
এসকল অভিযোগের বিষয়ে বহিষ্কৃত নেত্রী দিলশাদ আফরিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, জাতীয় নাগরিক কমিটির একটি সূত্র জানিয়েছে, দিলশাদ আফরিনের প্রতারণার বিষয়টি অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পেয়ে জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে। তিনি এখন রাজধানী ঢাকাস্থ রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, এই বিষয়ে জুলাই ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবেন বলে স্পষ্ট জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ