না’গঞ্জ শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

- আপডেট সময়- ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে


সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক(ডিসি) এর নির্দেশক্রমে সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনের নেতৃত্বে শহরের প্রানকেন্দ্র জনসাধারণের মূল চলাচলের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খাঁ রোড ও মীরজুমলা রোডে এ সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা মো. আলমগীর হিরণসহ বিজিবি ও জেলা পুলিশের একটি দল। অভিযানে অবৈধভাবে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখল করায় দশটি মোটরসাইকেল ও ফুটপাতে থাকা মালামাল জব্দ করা হয়েছে।
সিনি: সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন বলেন, রাস্তার ওপর যেসকল অবৈধ স্থাপনা, বিশেষ করে ভাসমান দোকান-পাট রয়েছে, সেগুলো উচ্ছেদসহ জরিমানা আদায় করা হয়েছে। এসময় পাঁচটি মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন আমাদের ডিসি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্নসহ যানজট এবং ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ