সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, বাংলাদেশ পুলিশ, সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ রাইজার জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
মোঃ লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।।
মিটারে অবৈধ হস্তক্ষেপ করায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৪টি চুন প্রস্তুতকারক কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানীর কর্মকর্তারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনভর সিদ্ধিরগঞ্জে কয়েকটি চুন প্রস্তুত কারখানায় অভিযান চালানো হয়।
এসময় মিটারে অবৈধ হস্তক্ষেপ ও টেম্পারিং করার অভিযোগে আরাফাত লাইমস, সুরমা লাইমস, মদিনা লাইমস ও মেঘনা লাইমস নামক ৪টি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার কেটে নেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
জানা যায়, সিদ্ধিরগঞ্জে ১৪টি চুন প্রস্তুতকারক কারখানা রয়েছে। এরমধ্যে বুধবার হঠাৎ করে হিরাঝিল এলাকার সুরমা লাইমস্, আরাফাত লাইমস, মদিনা লাইমস ও আটি হাউজিং এলাকার মেঘনা লাইমস অভিযান পরিচালনা করে। এসময় গ্যাসের মিটারে অবৈধ হস্তক্ষেপ করে টেম্পারিং এর অভিযোগ এনে ঐ ৪টি চুন কারখানার রাইজার কেটে নিয়ে যান তিতাস গাস কর্তৃপক্ষ।
এবিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নারায়ণগঞ্জ এর ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ শাহিদুর রহমান বলেন, হঠাৎ করে আমরা কয়েকটি চুন প্রস্তুতকারক কারখানায় অভিযান পরিচালনা করি। এসময় মিটারে অবৈধ হস্তক্ষেপ করে টেম্পারিং এর প্রমাণ পাওয়ায় ৪টি চুন প্রস্তুতকারক কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাসের ওই কর্মকর্তা ।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































