এবার ১২ জেলার পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা পরিবর্তন
- আপডেট সময়- ০৫:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
৫ আগষ্ট সরকার পতনের পর পুলিশ বাহিনীতে বড় রদবদলের ধারাবাহিকতায় এবার ১২ জেলার পুলিশ সুপার (এসপি) মর্যাদার কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। নতুন আইজিপি দায়িত্বে আসার এক মাসের মাথায় এসব পুলিশ সুপার বদলের এ আদেশ দেয়া হলো।
বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ওই ১২ জেলায় নতুন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তবে বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কোথায় বদলি করা হয়েছে, সেই আদেশ হয়নি।
চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পুলিশ সুপারকে দায়িত্ব দেয়া হয়। নতুন যেসব পুলিশ কর্মকর্তাদের এসব জেলায় পাঠানো হচ্ছে তারা এখন পিবিআই, এসবি, কমাড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাইবান্ধা, অ্যান্টি টেররিজম ইউনিট, এবিপিএন, ডিআইজি রেঞ্জ অফিস, পুলিশ অধিদপ্তর ও সদর দপ্তরে পুলিশ সুপার পদমর্যাদায় কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ