বিডিআর বিদ্রোহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল গ্রেপ্তার
- আপডেট সময়- ১২:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
পিলখানায় ট্রাজেডি ৫৭ সেনা কর্মকর্তা হত্যাকান্ড…!
অনলাইন ডেস্ক।।
পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে র্যাব-৪ এর সিপিসি-৩ এর মানিকগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলাম সিপাহী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বঘুটিয়া গ্রামে। গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আন্যান্য আসামির সঙ্গে তিনি পালিয়ে যান।

র্যাব-৪ এর সিপিসি-৩ এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে অন্যান্য আসামিদের সঙ্গে পালিয়ে আত্মগোপন করেন। গতকাল শনিবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে র্যাব-৪ এর সিপিসি-৩ এবং র্যাব-১০ এর সিপিসি-১ যৌথভাবে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ