মেয়র-চেয়ারম্যানদের অপসারণ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

- আপডেট সময়- ১২:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
স্থানীয় সরকার বিভাগকে পরিচ্ছন্ন করার প্রক্রিয়ার অংশ হিসেবেই মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
তিনি বলেন, পুরনো শাসকের সঙ্গে সম্পর্কিত কাউকে না রাখার যে দাবি বৈষম্যবিরোধী আন্দোলনের সে প্রত্যাশার পরিপ্রেক্ষিতে এ রদবদল কর হয়েছে। পুরো স্থানীয় সরকার বিভাগকে পরিচ্ছন্ন করার একটা প্রক্রিয়ার অংশ এটি। এরপর প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি না। যাচাই-বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কী রকম আছে, যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি নেওয়া হবে।
আর জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্য যে কাজগুলো দৈনন্দিন করতে হয়, সেগুলো যেন চালু থাকে এবং গ্রামীণ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম যেন চলমান থাকে সে জন্য প্রথম দিকেই স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন, তাদের দায়িত্ব দেওয়া হবে।
সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে দায়িত্ব পালনের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদেও একই রকম প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
উপদেষ্টা আরো বলেন, ছাত্র-জনতা যে দাবি দাওয়া কার্যকরের জন্য আমাদের ওপর বিশ্বাস রেখেছে সেটার প্রতিনিধি হিসেবে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ