স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার সম্বলিত গাড়ীতে মাদক সরবরাহ : ১৩০ বোতল ফেনসিডিলসহ আটক ৩
- আপডেট সময়- ০৫:৪৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কার থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে সিটিইউ।
শনিবার (১১ মে) রাত ১১টার দিকে রূপগঞ্জের রুপসী এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট(সিটিইউ) মাদক সহ তাদেরকে আটক করে। এসময় ফেনসিডিল বহনকারী গাড়িতে সামনে পিছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিলো।এসময় সাদা রংয়ের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার (১)শরিফুল ইসলাম(৩২),পিতা- আবুল হাশেম(২) একই এলাকার ইয়াকুব আলী (৩২),পিতা-পিয়ার আহম্মেদের এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জের মৃত মো. আবু বক্করের ছেলে রফিকুল ইসলাম বাবু (৩২)।
সিটিইউ’র তথ্য মতে, রূপগঞ্জের রূপসী এলাকায় সিটি গ্রুপের রাস্তার বিপরীতে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক চ্যালেন্জ করে একটি সাদা রংয়ের এক্সজিও মডেলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত প্রাইভেটকার থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারাবারিদের আটক করা হয়।
এ ব্যাপারে সিটিইউর উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এসময় মাদক সহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ