নারায়ণগঞ্জের বালুরমাঠ ও মদনপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

- আপডেট সময়- ০৬:২১:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাড়া ও বন্দর উপজেলায় পৃথকভাবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্দর থানা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বন্দর উপজেলার আওতাধীন কেওঢালা, মদনপুর আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খান, প্রকৌশলী শাহ্-আলম রনিসহ অন্যান্য কর্মকর্তা এবং বন্দর থানা পুলিশ।
অভিযানে মদনপুর বাস স্ট্যান্ড এলাকায় অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য ২০ ফুট এবং ০.৩ কিলোমিটার এলাকা থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে তিনটি রেস্টুরেন্ট, ২২টি বার্ণার এবং একটি বুস্টার অন্তর্ভুক্ত ছিল। উক্ত এলাকায় সর্বমোট বিচ্ছিন্নকৃত লোড ৯৩০ ঘনফুট/ঘণ্টা এবং জরিমানা ধার্য করা হয়েছে ১,৬০,০০০ টাকা।
এছাড়াও কেওঢালা এলাকায় অভিযানকালে ৮০০ ফুট পাইপলাইন এবং ২ কিলোমিটার এলাকা থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে প্রায় ৫০০টি ডাবল বার্ণার এবং ১০,৫০০ ঘনফুট/ঘণ্টা লোড বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিটি বিতরণ লাইন/সার্ভিস লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।
অপর দিকে শহরের প্রানকেন্দ্র চাষাড়ার গ্যাস অফিসে নাকের ডগায় একই দিন পৃথক অভিযানে বালুরমাঠ সংলগ্ন একটি বহুতল বিল্ডিংয়ের পুরো বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এবং বাড়ির মালিকসহ কাউকে না পাওয়া জরিমানা করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগেও একই বহুলতল বিল্ডিং এর আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে মাত্র ১০ দিন যেতে না যেতেই প্রভাব খাটিয়ে প্রশাসনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে ফের অবৈধ গ্যাসের পূর্ণ সংযোগ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সংযোগ বিচ্ছিন্নের সময়ে বাড়ির মালিক মহসিন ভুইয়াসহ কাউকে না পাওয়ায় কোনো ধরনের জরিমানা আদায় করা যায়নি। তবে বাড়ির মালিক মহসিন ভুইয়ার বিরুদ্ধে আইনানুগ কঠোর অবস্থান গ্রহনের কথা জানানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার, মো নাহিদ নিয়াজ শিশির এবং তিতাসের জোনাল বিক্রয় অফিস-নারায়ণগঞ্জ, আঞ্চলিক বিক্রয় বিভাগ-নারায়ণগঞ্জের প্রকৌশলী মোস্তাক মাসুদ মো ইমরানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশের সহায়তা অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে জেলা প্রশাসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, আমাদের নিয়মিত অভিযানে অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে, তবে জেলা প্রশাসনের গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ বাড়িতে অবৈধভাবে গ্যাসের পূর্ণসংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়। কারন এর আগেও একই বাড়ির মাত্র ১০/১৫ আগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার হয়েছিল। তখনো বাড়ির মালিকসহ কাউকে খূঁজে না পাওয়াতে জরিমানা করা যায়নি, এবারও খবর পেয়ে সটকে পরেন,তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান
এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষ জানান, এ ধরনের অভিযান অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে পরিচালিত হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ