সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পানিতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৯:২৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

মোঃলিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় মো. নয়ন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড গোদনাইল ভান্ডারীপুল লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়।
পুলিশ জানায়, নিজগ্রাম থেকে একমাস আগে সিদ্ধিরগঞ্জ এসে মামার বাড়িতে বসবাস করছিলেন নয়ন। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতার করে মামাবাড়ি থেকে বের হওয়ার পর থেকে খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় এলাকাবাসী লেকে পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহত যুবক জামালপুর জেলার বনরামপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। নিহতের মা ও মামা জানায় নয়ন মৃগী রোগে আক্রান্ত ছিল। সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গত বুধবার থেকে নয়ন নিখোঁজ হলে স্বজনরা থানায় অভিযোগ বা জিডি করেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ