শামীম ওসমানের পৈতৃক বাড়ি ‘বায়তুল আমান’ নিশ্চিহ্ন

- আপডেট সময়- ০৫:১৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

শামীম ওসমানের পৈতৃক বাড়ি। ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা সহ বিএনপি। এ সময় হাতুড়ি ও ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভেঙে দেয়া হয়। এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কয়েকশ’ ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর শুরু করে। তবে ওই বাড়িতে বহু আগে থেকেই কেউ থাকতো না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ার গোলচত্বর এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার (খান সাহেব ওসমান আলী) বাড়ি বায়তুল আমানে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর শুরু করে। এ সময় তারা হ্যামার দিয়ে ওই ভবনের দেয়ালে ভাঙচুর করে।এক পর্যায়ে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। পরে সীমানা প্রাচীরের প্রধান ফটক ভেঙ্গে ভেকু বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভাঙে গুড়িয়ে দেয়া শুরু হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, শামীম ওসমানের দাদার বাড়ি বহু পুরোনো ভবন বায়তুল আমানে ১৯৫২ সালে ২৯ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বৈঠক হয়েছে। মুক্তিযুদ্ধসহ রাজনৈতিক নানা কারণে বায়তুল আমান আলোচিত ছিল।কেই বলে থাকেন এখানেই আওয়ামী লীগের জন্ম হয়েছে, আওয়ামী লীগের আতুঘর খ্যাত এই আমান ভবন এখন চুর্নবিচুর্ন বিধস্ত।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ