বন্দরে আ’লীগের লিফলেট বিতরনের প্রতিবাদে বিএনপির মিছিল ও বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময়- ০৫:৩৪:০১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

শেখ আরিফ,বন্দর প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার
কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের লিফলেট বিতরনের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলটি কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষীণ করে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পথসভার মাধ্যমে সমাপ্তি করা হয়।
এ সময় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্যাহ মুকুলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির,কলাগছিয়া ইউনয়ন বিএনপির সভাপতি সাহাদল্যাহ মুকুল,সাধারন সম্পাদক নজরুল ইসলামস,যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম,দপ্তর সম্পাদক মো: রুবেল,বিএনপি নেতা হাসেম মাষ্টার,শ্যামল,সুজনসহ স্থানীয় বিএনপির ও সসহযোগী সসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
বক্তারা আওয়ামী লীগের লিফলেট বিতরণের নিন্দা জানিয়ে বলেন,৫ই আগষ্টে ছাত্রজনতার গনঅভ্যুথানের পরে নতুন সূর্যোদয় ঘটেছে। কিন্তু দেশ স্বৈরাচারমুক্ত হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো যায়নি। তারই ধারাবাহিকতাই সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের এক নেতা আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরন করেছে। তিনি বলেন, যে এই দুঃসাহস দেখিয়েছে তাকে যেখানেই পাওয়া যাবে গনধোলাই দিয়ে আইনে সোপর্দ করা হবে। আগামীতে যদি আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং হয় বিএনপি তাদের প্রতিহত করতে সবসময় প্রস্তুত থাকব ।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ