না’গঞ্জ শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত

- আপডেট সময়- ০৬:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সার্বিক সহায়তায় নগরীর যানজট নিরসনকল্পে জেলা প্রশাসনের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি),নারায়ণগঞ্জ সদর ।
এসময় শহরের ব্যস্ততম চাষাড়া মোড়, বিবি সড়ক,মীর জুমলা, সড়কসহ এসকে রোডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালীন সময়ে সড়কে চলাচলরত সাধারন জনগনকে সচেতনতা বৃদ্ধিসহ অবৈধ পার্কিং বন্ধে অর্থদন্ড জরিমানা আদায় করা হয়। সড়ক পরিবহন আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ -এর ধারা অনুযায়ী ৬ ব্যক্তিকে ৬টি মামলায় ৫হাজার ৫’শত টাকা অর্থদন্ড জরিমানা আদায় করা হয়।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ