সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের অভিযান
- আপডেট সময়- ০২:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি কার্যালয়ে দূর্নীতি দমন কমিশনের(দুদক)এর অভিযান।
বুধবার (৬ জানুয়ার)সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযানিক দল এ অভিযান পরিচালিত হয়।
ঢাকা পাওয়ার ডিস্ট্রবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, এনওসিএস, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-এ কর্মরত প্রকৌশলীসহ কয়েকজনের বিরুদ্ধে বিদ্যূতের লাইন সংযোগ সংক্রান্ত নথি অবৈধভাবে আটকে রাখা ও অর্থের বিনিময়ে মিটার প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম, দর্শনার্থী ও গ্রাহক রেজিস্ট্রার বহি, নূতন সংযোগ স্থাপনের আবেদনপত্র, বিভিন্ন কাস্টমার প্রোফাইল, বিলের কপি ও অন্যান্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযানকালে উক্ত অফিসে কর্মরত কয়েকজন ব্যক্তির বক্তব্য ও তাৎক্ষণিকভাবে সেবা নিতে আগত গ্রাহকদের বক্তব্য শ্রবণ করা হয়। রেকর্ডকৃত বক্তব্য ও সংগ্রহকৃত রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ