আজ নারায়ণগঞ্জ আসছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

- আপডেট সময়- ০৩:৪০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
নতুন বছরের শুরুতেই প্রথম দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি আজ ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনে রূপগঞ্জে পূর্বাচলে আসবেন। এদিকে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ১৫’শ৭৪ পুলিশ নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার। এর আগে রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে আসার বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার আগমনে নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সর্বচ্চো কাজ করবে। পাশাপাশি বানিজ্য মন্ত্রনালয়ের পরামর্শ অনুযায়ি কাজ করছি। নিরাপত্তা নিশ্চিতে ১৫৭৪জন পুলিশ নিয়োজিত থাকবে।
বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১ জানুয়ারি ২০২৫ সকাল সাড়ে ১০ টায় পূর্বাচল নতুন শহরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে।
এদিকে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদের সম্মানে এ মেলায় যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা।নতুন প্রজন্মের তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে এবারের আন্তর্জাতিক বানিজ্য মেলার এবারের আসর।
এরই মধ্যে পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের প্রায় সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। দেশি-বিদেশি মিলে এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে ৩২৭টি। বাংলাদেশসহ আটটি ভিন্ন দেশের মোট ১১টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের মেলায়।
গতবছরের মতোই এবারও মেলায় থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোরমূল্য বা ভাড়া। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুণতে হবে ৫০ টাকা। ১২ বছরের নিচে হলে টিকিটমূল্য অর্ধেক নির্ধারন করা হয়েছে ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো।