সিদ্ধিরগঞ্জে নির্মানাধীন তিন তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
- আপডেট সময়- ০৬:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে কদমতলী এলাকার ফয়সাল আহমেদের একটি নির্মাণাধীন ভবনে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা থানাধীন দক্ষিণপাড়া গ্রামের ভেজাল বর্মনের ছেলে ছায়াপদ (৩৫)। অপরজন একই থানাধীন পাথরখুড়া গ্রামের মৃত হরিদাসের ছেলে নিল দাস (৬০)। তারা উভয়েই কদমতলী এলাকায় মনিরের বাড়ির ভাড়াটিয়া বলে তথ্য সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য সূত্রে জানা যায়, চারতলা ওই ভবনে লোহার এ্যাঙ্গেল উঠানোর সময় বিল্ডিং থাকা সার্ভিস তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এরপর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, তিনতলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দ্রুততম সময়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনা কোনো ধরনের মামলা হয়নি।তবে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ