সোনারগাঁয়ে নতুন ইউএনও’র দায়িত্বে ফারজানা রহমান
- আপডেট সময়- ১২:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজকে বদলী করা হয়েছে। তার স্থলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ফারজানা রহমানকে পদায়ন করা হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে গত বৃহস্পতিবার বিকালে সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে ৮ কর্মকর্তার বদলি বা পদায়ন করা হয়েছে।
জানা গেছে, এর আগে নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা রহমান কক্সবাজার সদর উপজেলায় একই পদে কর্মরত ছিলেন। তার পৈতৃিক বাড়ি নরসিংদীতে এবং তার স্বামী সাইফুল ইসলাম পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও একই প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাজিম উদ্দিন,আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাহিদুর রহমানকে পদায়ন করা হয়।
এছারাও ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে দিলরুবা ইসলাম এবং দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ইলোরা ইয়াসমিন, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ মহিন উদ্দিন, শ্রীপুর গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সজীব আহমেদ ও ঢাকা সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ আবুবকর সরকারকে পদায়ন করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ