সর্বশেষঃ
মৌলভীবাজারসহ সিলেটের শীর্ষ নেতাদের সঙ্গে তারেক জিয়ার মতবিনিময়
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১০:০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।
গত শনিবার (৩১ আগস্ট) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করব। নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান নিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে- দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর।
তিনি আরও বলেন, দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরণও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর সর্বত্র, তাদের অবস্থান অন্ধকারে, আর তাদের কৌশলও চোরাগুপ্তা। ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকবে হবে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল যদি সতর্ক নজরদারি রাখে কোন ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশনা দিয়েছেন।
মতবিনিময় সভায় সিলেট জেলা, মহানগর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান বলেন, দেশনায়ক তারেক রহমান সিলেট নিয়ে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন- আগেই মৌলভীবাজারসহ সিলেট বিভাগ বিএনপি’র ঘাটি ছিলো। সকল পর্যায়ের নেতাকর্মীদের সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সিলেট বিভাগজুড়ে সে অবস্থান আরও শক্তিশালী করতে হবে। দলের কোনো নেতাকর্মী দলের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে কঠোর থেকে কঠোরতর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ