নসিব পরিবহন দখলের অভিযোগে শামিম ওসমান সহ ৩৫ জনে বিরুদ্ধে মামলা
- আপডেট সময়- ০৩:০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ শহরের আওয়ামী শাসনামলে দখল নৈরাজ্যের পটভূমি পরিনত হয় সকল পরিবহন সেক্টর। গত ৫ই আগষ্ট ছাত্র জনতার গনআন্দোলন আন্দোলনের মূখে দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা সরকার। তার সাথে পালিয়ে যায় ওসমান পরিবারের দোষররাও।পরিবহন সেক্টর দখলের রামরাজত্ব সহ এক্যছত্র আধিপত্য ছিলো তাদের।
সকল পরিবহন দখল করেই ক্ষন্ত হননি, নসিব পরিবহনও জোরপূর্বক ক্ষমতায় দখল করেছেন।
নসিব পরিবহন দখলের অভিযোগে শামীম ওসমান ও তার ভাতিজা দূর্ধর্ষ সন্ত্রাসী আজমির ওসমানের শীর্ষ প্রধান ক্যাডার নাসির সহ ৩৫ জনের নামে মামলা দায়ের করেছে পরিবহন মালিক।
এসময় নসিব পরিবহন প্রাইভেট লিমিটেড নামে একটি পরিবহন দখলের অভিযোগে নারায়ণগঞ্জের সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমান ও তার ভাতিজাসহ ১০ জনের নাম উল্লেখ করে আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন নসিব পরিবহন মালিকরা।
রবিবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে এ মামলাটি দায়ের করা হয়।
মামলায় শামীম ওসমান ছাড়াও অন্য আসামিরা হলেন- তার শ্যালক এহসানুল হাসান নিপু, হকার্সলীগ সভাপতি সাইফুল ইসলাম ভূইয়া, সিদ্ধিরগঞ্জ যুবলীগ নেতা মহসিন ভূইয়া, শামীম ওসমানের পরিবহন খাতের ক্যাশিয়ার কুখ্যাত পরিবহন চাঁদবাজ দিদারুল আলম, সাইফুল ইসলামের পরিবহন ক্যাডার মোঃ রুবেল, আওয়ামী লীগ নেতা মোঃ সুলতান , আইয়ুব আলী মেম্বার, মিলন ও আজমেরী ওসমানের প্রধান ক্যাডার নাসির সহ অজ্ঞাত নামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
নসিব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মির্জা সমকালীন কাগজকে জানান, ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি তৎকালীন জেলা প্রশাসক এম এ রহমানের অনুমোদনে যাত্রী সেবায় সড়কে চলছিল নসিব পরিবহনের বাস।কারন আমরা যাত্রী সেবার জন্য ব্যবসা করি।
কিন্তু নারায়ণগঞ্জ-চিটাগাংরোডের অন্যতম এই পরিবহন সেবাটি জোরপূর্বক দীর্ঘ ১৬ বছর শামীম ওসমান ও তার লোকজন দখল নিয়ে বন্ধ করেছিল। এ সময় নসিব পরিবহনের বাসগুলোকে তারা দখলে নিয়ে জোরপূর্বক ক্ষমতা অপব্যবহার করে নামমাত্র বন্ধু পরিবহন নামে রুট পারমিট বিহীন চালানো শুরু করে।
তিনি আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের দারস্থ হয়েছি। আমরা পরিবহন মালিকরা শামীম ওসমান, নিপুসহ তাদের সহযোগীদের বিচারের দাবী জানিয়ে মামলা করেছি। আশা করছি বিজ্ঞ আদালত থেকে সুষ্ঠ বিচার করে নসিব পরিবহন দখলমুক্ত সুবিচারের করে যাত্রী চলাচলের সেবা প্রদানে সুযোগ প্রদান করবেন।