সর্বশেষঃ
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারায়ণগঞ্জ, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, রাজনীতি, সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ঘোল পাল্টে আ’লীগ থেকে এখন বিএনপিতে ছোট ফারুক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,লিটন চৌধুরী।।
ইপিজেডের ঝুট ব্যবসায়ী ছোট ফারুক আহমেদ ছিল একসময় সাধারণ দিনমজুর। আদমজী ইপিজেডে ঝুট ব্যবসা করে হয়ে উঠেছে আঙ্গুল ফুলে কলা গাছ। বন্দর থানাধীন ২৭নং ওয়ার্ডস্থ কুড়িপাড়ার ফিরোজ মিয়ার ছেলে ছোট ফারুক আহমেদ।
নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সাথে সখ্যতা করে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে দীর্ঘ সময় ঝুট ব্যবসা করেছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গা-ঢাকা দিতে শুরু করে।
এদিকে বন্দরের ছোট ফারুক আহমেদ নিজের পিঠ বাচাতে এবং আওয়ামী লীগের ভোল পাল্টে ব্যবসায়ীক সুবিধা নিতে বর্তমানে বিএনপির লোকজনের সাথে সখ্যতা গড়ে তুলতে পায়তারা শুরু করেছে। এ বিষয়ে বিএনপির একাধিক নেতা-কর্মীরা জানান, দুঃসময়ে যারা সকল নির্যাতন সহ্য করে দলের সাথে টিকে ছিল, তারাই মুল্যায়িত হবে। এখন আওয়ামীলীগ সরকার পতনের পর কেউ যদি সুবিধা নিতে ভোল পাল্টায়, তাদেরকে কোনভাবেই দলে জায়গা দেওয়া হবে না।
খোজ নিয়ে জানা যায়, শেখ হাসিনা পদত্যাগ করার পর আওয়ামীলীগ নেতা-কর্মীরা গা-ঢাকা দিতে শুরু করলে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি তার এলাকা ছেড়ে পালিয়ে বন্দরে গিয়ে এই ছোট ফারুক আহমেদের বাড়িতে পালিয়ে ছিল। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে সেখান থেকে অনত্র চলে যায় ছোট ফারুক আহমেদ।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ