সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, বাংলাদেশ পুলিশ, মৌলভীবাজার, রাজনীতি, সিলেট
পালাতে গিয়ে সিলেট বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার।।
প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যে সৌদি আরবে পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২৯শে জুলাই) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগিনা ও মৌলভীবাজার জেলার বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দু’জন দেশ থেকে পালিয়ে সৌদিআরব যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেলে সিলেট বিমানবন্দরে আসেন। পরে বিকেল ৫টার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে পুলিশ তাদের আটক করে। তিনি জানান বড়লেখা থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ