না’গঞ্জের চাষাঢ়ায় আন্দোলনকারীদের বিক্ষোভ: নেই পুলিশ
- আপডেট সময়- ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
রাজধানীর নিকটতম জেলা নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশ সকাল থেকেই জড়ো হতে থাকেন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের আশেপাশের এলাকায় বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।বেলা বাড়ার সাথে সাথে লোকের সমাগম প্রচুর পরিমানে বাড়তে থাকে। এসময় চাষাড়ার আশেপাশে কোনও পুলিশ সদস্যের অবস্থান লক্ষ্য করা যায়নি।
আন্দোলনকারীরা হত্যার বিচার চান এবং সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণ সমাবেশে কীভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তা সবাই দেখেছে। আমরা যদি আবার ক্যাম্পাসে যাই তাহলে তারা আমাদের ওপর আবার হামলা চালাবে। আমাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ক্যাম্পাসে ফিরবো না।
আন্দোলনে উপস্থিত এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, আমি শুধু এখানকার স্থানীয় বাসিন্দাই না, আমি একজন অভিভাবক। আমার মেয়ে তোলারাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। আরেক ছেলে সোহরাওয়ার্দী কলেজে পড়ে। তারা আন্দোলন করতে সড়কে নেমেছে। আমি বাবা হয়ে কীভাবে বাসায় বসে থাকি? তাই আমিও আন্দোলনে এসেছি।
তিনি বলেন, আমি পুলিশ ভাইদের অনুরোধ করবো, আর কোনও মায়ের বুক খালি না করার জন্য, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাধা না দেওয়ার জন্য। এসময় একটি বিজিবি’র গাড়ি গেলে তারা তাদের ক্ষোভ প্রকাশ করে নিরাপদে নির্বিঘ্নে গাড়ি ছেড়ে দেন। এরপর তারা স্লোগান মূখরিত করে বিকেল সাড়ে চারটার দিকে শান্তিপূর্ন আন্দোলন সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে সারা দেশে শনিবার (৩ আগস্ট) রাতে সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাছিমা।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ