সর্বশেষ:-
গাইবান্ধায় ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বী ছাত্র-জনতার মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এ সময় আন্দোলনকারীরা সহিংসতা ও হামলার ঘটনার তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রবিবার (১১ আগস্ট) দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ মানববন্ধন করে সনাতনী ছাত্র-জনতা। মানববন্ধনে ৮ দফা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে বক্তব্য দেন, মানিক বর্মণ, সৌমিক বক্সী, পূজা মহন্ত, শুভ্র দেব, সুব্রত দাশসহ আরও অনেকে।
মানববন্ধনে ৮ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:-
১. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত শাস্তি, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
২. অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
৩. সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে।
৪. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।
৫. দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
৬. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ করতে হবে।
৭.সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে।
৮. শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে।
মানববন্ধন থেকে সারাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর সংঘটিত হওয়া নির্যাতন, ভাঙচুর, লুটপাটসহ সব ধরণের নির্যাতনের সাথে জড়িত সকল দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ