ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ছেলে জয়ের আশ্বাসেই দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা অর্থপাচার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ৮ শীর্ষ নেতা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনের যোগদান মৌলভীবাজারে বকেয়া মজুরির দাবিতে চা-শ্রমিকদের মানববন্ধন  না’গঞ্জের পলাতক সাবেক এমপি শামীম ওসমানের দেখা মিললো দিল্লিতে  না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উপর হামলা  রূপগঞ্জে ফের গাজী টায়ার কারখানায় লুটপাট চালিয়ে আগুন দিলো দুর্বৃত্তরা মহাভারতের চিত্রনাট্যের জাদুকরী রূপকার ছিলেন উর্দু কবি রাহী মাসুম রেজা  কুষ্টিয়া সাংস্কৃতিক কর্মীর সমবেত কন্ঠে দশ মিনিটে ৩বার জাতীয় সংগীত সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করায় হামলা মারধরে আহত-১০ জাতীয় শিক্ষক দিবসে ‘গুরু বন্দনা’ সাবেক ভূমিমন্ত্রী পুত্র তমাল অস্ত্র-মাদক সহ র‍্যাবের হাতে গ্রেপ্তার কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ গ্রেপ্তার-৮ নবীজীকে নিয়ে কটূক্তি করা কিশোর সেনাবাহিনীর হেফাজতে: আইএসপিআর পূর্বানুমতি ছাড়া পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবে না..! বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগে হাইকোর্টের রুল স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক শাহীন’র বিশাল সংবর্ধনা ইসলামী যুব আন্দোলন টেকনাফ দক্ষিণ শাখা’র পৌর কমিটি গঠন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত সালমান এফ রহমান মুক্ত হলো আইএফআইসি ব্যাংক পিএলসি

একে একে বেড়িয়ে আসছে পুলিশ কর্মকর্তাদের থলের বেড়াল 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৫১ বার পড়া হয়েছে

 

এডিসি কামরুল ও তার স্ত্রীর অবৈধ সম্পদ জব্দের নির্দেশ..!!

অনলাইন ডেস্ক।।

 

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের সকল অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

তাদের উভয়ের নামে ১১ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ থাকার তথ্য উপাত্ত  পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে জানান দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এমরান হোসেন।

তিনি জানান, অনুসন্ধান করে পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রীর নামে ১১ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর অবৈধ সম্পদের তথ্য উপাত্ত পেয়েছে দুদক। গত মাসে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন দেয়া হয়েছে। ইতোমধ্যেই তাদের সম্পত্তি ক্রোকের জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।

দুদক সূত্রে আরো জানা যায়, কামরুল হাসান ১৯৮৯ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যুক্ত হন। পরে পদোন্নতি পেয়ে তিনি হাটহাজারী বাঁশখালীসহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালনকালে তাকে বদলি করা হয়। তিনি চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলন করে নিতেন বলে অভিযোগ রয়েছে।

আসামিদের দেয়া খাবারের টাকা পুলিশের পকেটে’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর পুলিশ কমিশনারের নির্দেশে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়।

ওই কমিটির প্রতিবেদনে আসামিদের খাবারের টাকা আত্মসাতের বিপুল তথ্য ও প্রমাণ পাওয়া যায়। কিন্তু সেসময় কামরুল হাসানের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি বলেও জানায় দুদক।

মহানগর পুলিশের হিসাব শাখার কয়েকজন কর্মকর্তাকে এ তদন্তে ফাঁসিয়ে দেয়া হয়। অথচ কামরুল হাসান যে বিল পাঠিয়েছেন, তারা এর অনুমোদন দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক এমরান হোসেন গণমাধ্যমকে জানান, পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের নামে নগরের পাহাড়তলীতে বাড়ি ও খুলশী ডিআইজি অফিসের পাশে ২ হাজার ৫৭০ বর্গফুটের কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এটি থেকে মাসিক ভাড়া পান ৭০ হাজার টাকা। এ ছাড়া অনন্যা আবাসিক এলাকায়ও প্লট রয়েছে তার এবং তার স্ত্রীর।

এছাড়াও কামরুল হাসানের মালিকানায় ঢাকার অদূরে সাভারে ‘সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার’ নামে দুটি মার্কেট রয়েছে। সরকারি কর্মকর্তা হয়েও ব্যবসা কিংবা সম্পত্তিগুলো ক্রয়ের সময় কোনো ধরনের পূর্বানুমতি  নেননি তিনি। এমনকি চট্টগ্রাম শহরে বাড়ি থাকলেও তা গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দেয়া অনন্যা আবাসিক এলাকা থেকে প্লট নেন কামরুল হাসান।

তার স্ত্রী সায়মা বেগমের নামে চারটি নৌ-যানও রয়েছে। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত ১১ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। কামরুল হাসান ও তার স্ত্রীর নামে আর কোনো সম্পদ আছে কি না,তা নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একে একে বেড়িয়ে আসছে পুলিশ কর্মকর্তাদের থলের বেড়াল 

আপডেট সময় : ১২:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

 

এডিসি কামরুল ও তার স্ত্রীর অবৈধ সম্পদ জব্দের নির্দেশ..!!

অনলাইন ডেস্ক।।

 

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের সকল অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

তাদের উভয়ের নামে ১১ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ থাকার তথ্য উপাত্ত  পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে জানান দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এমরান হোসেন।

তিনি জানান, অনুসন্ধান করে পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রীর নামে ১১ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর অবৈধ সম্পদের তথ্য উপাত্ত পেয়েছে দুদক। গত মাসে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন দেয়া হয়েছে। ইতোমধ্যেই তাদের সম্পত্তি ক্রোকের জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।

দুদক সূত্রে আরো জানা যায়, কামরুল হাসান ১৯৮৯ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যুক্ত হন। পরে পদোন্নতি পেয়ে তিনি হাটহাজারী বাঁশখালীসহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালনকালে তাকে বদলি করা হয়। তিনি চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলন করে নিতেন বলে অভিযোগ রয়েছে।

আসামিদের দেয়া খাবারের টাকা পুলিশের পকেটে’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর পুলিশ কমিশনারের নির্দেশে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়।

ওই কমিটির প্রতিবেদনে আসামিদের খাবারের টাকা আত্মসাতের বিপুল তথ্য ও প্রমাণ পাওয়া যায়। কিন্তু সেসময় কামরুল হাসানের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি বলেও জানায় দুদক।

মহানগর পুলিশের হিসাব শাখার কয়েকজন কর্মকর্তাকে এ তদন্তে ফাঁসিয়ে দেয়া হয়। অথচ কামরুল হাসান যে বিল পাঠিয়েছেন, তারা এর অনুমোদন দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক এমরান হোসেন গণমাধ্যমকে জানান, পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের নামে নগরের পাহাড়তলীতে বাড়ি ও খুলশী ডিআইজি অফিসের পাশে ২ হাজার ৫৭০ বর্গফুটের কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এটি থেকে মাসিক ভাড়া পান ৭০ হাজার টাকা। এ ছাড়া অনন্যা আবাসিক এলাকায়ও প্লট রয়েছে তার এবং তার স্ত্রীর।

এছাড়াও কামরুল হাসানের মালিকানায় ঢাকার অদূরে সাভারে ‘সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার’ নামে দুটি মার্কেট রয়েছে। সরকারি কর্মকর্তা হয়েও ব্যবসা কিংবা সম্পত্তিগুলো ক্রয়ের সময় কোনো ধরনের পূর্বানুমতি  নেননি তিনি। এমনকি চট্টগ্রাম শহরে বাড়ি থাকলেও তা গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দেয়া অনন্যা আবাসিক এলাকা থেকে প্লট নেন কামরুল হাসান।

তার স্ত্রী সায়মা বেগমের নামে চারটি নৌ-যানও রয়েছে। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত ১১ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। কামরুল হাসান ও তার স্ত্রীর নামে আর কোনো সম্পদ আছে কি না,তা নিয়ে তদন্ত চলছে।