সাবেক আইজিপি বেনজীরের বিলাসবহুল আলিশান বাংলো জব্দ হবে আজ
- আপডেট সময়- ০৯:৩১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচলেসাবেক আইজিপি বেনজীর আহমেদের আলিশান বাংলো বাড়িটি বিজ্ঞ আদালতের নির্দেশে আজ যে কোনো সময় ক্রোক করা হবে।
শনিবার (৬ জুলাই) বিকাল ৩.৩০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি জব্দ সহ সিলাগালা করবে।
দুর্নীতি দমন কমিশনের(দুদক) নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে থাকা উপ-পরিচালক মইনুল হাসান রওশানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির সামনে মো. আব্দুল্লাহ নামে এক যুবককে দেখা গেছে, তিনি নিজেকে বাড়িটির কেয়ারটেকার বলে জানান।এসময় বাড়িটির মালিক সাবেক আইজিপি বেনজীর আহমেদের বলে নিশ্চিত জানিয়েছেন। তিনি পূর্বানুমতি ছারা বাড়িতে কাউকে প্রবেশ করতে দেননি। এমনকি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি, তবে বাড়িটি ক্রোকের বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্র মতে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগে আনন্দ হাউজিং সোসাইটিতে কৃত্রিম লেকের পাশে ২৪ কাঠা সুবিশাল জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি রয়েছে।বাড়িটির মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ।তিনি আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে এক কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা ক্রয় করেন তিনি। তার কিছুদিন পরেই এ জমিতে ওই বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটি তৈরি করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ