সর্বশেষ:-
চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট বিল্ডিংয়ের বেহাল দশা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেটের প্লাষ্টার খসে পড়ছে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে,যে কোন সময় ধ্বসে পড়তে পারে ভবনটি। ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঘটতে পারে প্রানহানির মত ঘটনা।
ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনটি এতই নড়বড়ে হয়ে পড়েছে- যেকোনো সময় ধসে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা।
সংস্কারের অভাবে মার্কেটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ছাদের এবং দেয়াল ও পিলারের পলেস্তারার খসে পড়েছে। বর্ষার সময় ছাদ চুয়ে পানি পড়ে।
জরার্জীর্ণ ও ঝুঁকিপূর্ণ উপজেলা পরিশদ মার্কেটটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে আশঙ্কাৃ।
দুই তলা মার্কেটটির ছাদ ও চারপাশের দেয়ালের বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়ছে। পিলারে ধরেছে বড় বড় ফাটল। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা
জানা গেছে,এই উপজেলা পরিশদ মার্কেটে ৭টা মোবাইলে দোকান ,তিনটি টিভি মেকানিকের দোকান,দুইটি ইলেকট্রিক দোকান,একটি ফটোকপির দোকান,একটি ব্যাংক ও একটি মুদির দোকান রয়েছে,এ মার্কেটটির দুই তলায় রয়েছে একটি ডিস লাইনের অফিস এবং দুটি প্রেসক্লাব।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ