দেশে গনতন্ত্র ও আইনের শাসন নেই: সেলিম ভূঁইয়া
- আপডেট সময়- ০৫:২৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে..!
এমতেয়াজ পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধি।।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি।
৩১ মে (শুক্রবার)বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে আলোচনা সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরের মাটি বিএনপির ঘাটি,বেগম খালেদা জিয়ার ঘাটি,তারেক রহমানের ঘাঁটি। শহীদ জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে এদেশে স্বাধীন হতনা। আজকে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। আজকে মানুষ দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে দিশেহারা। ঠিকমতো গ্যাস, বিদ্যুৎ পাচ্ছে না।
তিনি বলেন, সরকারের পালিত চামচারা ফেসে গেছে। আজকে জনগণ আজিজ বেনজিরের বিচার করবে। বিএনপি অচিরেই ক্ষমতায় আসবে।বিএনপি ক্ষমতায় আসলে আমরা অক্ষরে অক্ষরে সব কিছুর বিচার করবো। আজকে ভারতে শিরোনাম কি? মোদি এখন শেখ হাসিনাকে অনুসরণ করেছে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি ও সাংগঠনিক সম্পাদক
হাজী মোশাররফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা রাশেদা বেগম হীরা, এম এ হান্নান, সহ-সভাপতি ডাঃ শামিম আহমেদ সরকার, জসিম উদ্দিন খান বাবুল, শুক্কুর পাটওয়ারী, দেওয়ান শফিকুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সহ-সভাপতি আফজাল হোসেন, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা মহিলাদলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী ঢালী।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ