সর্বশেষ:-
ঈশ্বরদীতে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
মামুনুর রহমান,ঈশ্বরদী প্রতিনিধি।।
ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ জুন) নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মিতা সরকার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মালেকুল আফতাব ভূঁইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মামুনুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না ও আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ বিভিন মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শুরুতে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস উপজেলা চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদ, জাতীয় চারনেতা, প্রয়াত ভ্থমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপিসহ সকল প্রয়াত ব্যক্তিদের আত্নার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা সকলের সহযোগিতা কামনা করেন। পরে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সংক্ষিপ্ত পৃথক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ