পায়ুপথে বহন করা ১কেজি স্বর্ণ সহ ভারতীয় বিমানবালা আটক
- আপডেট সময়- ০৭:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
ছবি-সংগৃহীত(সুরভি খাতুন)
আন্তর্জাতিক ডেস্ক।।
স্বর্ণ চোরাচালানের অভিযোগে ভারতে এক বিমানবালাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুরভি খাতুন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার মেয়ে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওমানের রাজধানী মাসকট থেকে কেরালার কান্নুরে স্বর্ণ নিয়ে গিয়েছিলেন বিমানবালা সুরভি। এ ঘটনায় ভারতীয় পুলিশ গ্রেফতারের পর আদালতে পাঠানোর পরে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে আটক ওই বিমানবালা কান্নুরের নারী জেল হাজতে রয়েছেন।
ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানিয়েছে, বিমানবালা সুরভীর পায়ুপথে বহন করছিলো ওই স্বর্ণ।
গত ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ু পথে স্বর্ণ বহন করে নেমেছিলেন তিনি।এরপর সন্দেহাতীতভাবে সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণ পায়ুপথ থেকে বের করা হয়।
ভারতে এই প্রথম কোনো নারী বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।তবে জানা গেছে, এর আগেও বহু বার একই পন্থায় এ বিমানবালা সুরভি স্বর্ণ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে ভারতের বিমান সংস্থা এখনো কোনো ধরনের মন্তব্য করেনি।তবে ঘটনার নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ