ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পর্বতারোহনে নতুন রেকর্ড গড়লেন সত্যদীপ গুপ্ত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৩০ বার পড়া হয়েছে

 

ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়,কলকাতা প্রতিনিধি।।
আজ আন্তর্জাতিক এভারেস্ট দিবস। ১৯৫৩ সালের ২৯ মে এই দিনটিতে দু্ই পর্বতারোহী ব্রিটিশ নাগরিক স্যার এডমন্ড হিলারি ও ভারতীয় তেনজিং নোরগে শেরপা হিমালয়ের সুউচ্চ চূড়া এভারেস্টে জয় করেছিলেন।
এই দিনটিকে স্মরণ করতেই রাষ্ট্রসঙ্ঘ এই দিনটিকে আন্তর্জাতিক এভারেস্ট দিবস হিসাবে ঘোষণা করেছে।
এবারে নতুন রেকর্ড গড়লেন যুবক সত্যদীপ গুপ্ত।
এক মরশুমে পরপর এভারেস্ট, লোৎসে আরোহণ করে রেকর্ড গড়লেন ভারতীয় পর্বতারোহী সত্যদীপগুপ্ত ।ভারতীয় পর্বতারোহী সত্যদীপ গুপ্ত একই মরশুমে দু’বার মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে পর্বত আরোহণ করে ইতিহাস গড়েছেন। একইসঙ্গে তিনিই হলেন প্রথম ভারতীয়, যিনি মাউন্ট এভারেস্ট থেকে মাউন্ট লোৎসের যেতে ১১ ঘন্টা ১৫ মিনিট সময় নিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন।
সত্যদীপ গুপ্ত, সোমবার দুপুরে বিশ্বের চতুর্থ উচতম ৮ হাজার ৫১৬ মিটার উচ্চতার মাউন্ট লোৎসে পর্বত শৃঙ্গ আরোহণ করেন। তার আগের দিন রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ তিনি আরোহণ করেন বিশ্বের সর্ব্বোচ্চ শৃঙ্গ ৮’ হাজার ৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট। তাঁর সঙ্গে ছিলেন পাসতেম্বা ও নিমা উংগদি শেরপা।
আজ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তার রাজ্যের জনগণকে নিয়ে আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালন করলেন স্বতস্ফূর্ত ভাবে।পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করতে তিনি আজ সিকিমে Hill Walkathon ( হিল ওয়াকথন) এর উদ্বোধন করেন সকালে।
দার্জিলিঙে তেনজিং নোরগের নামে একটি পর্বতারোহী প্রতিষ্ঠান রয়েছে। এখানে ভারত, নেপাল,শ্রীলঙ্কা,ব্রিটেন সহ ৩২ দেশের উদ্যোগী যুবক পর্বতারোহী হিসাবে প্রশিক্ষণ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পর্বতারোহনে নতুন রেকর্ড গড়লেন সত্যদীপ গুপ্ত 

আপডেট সময় : ০৬:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

 

ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়,কলকাতা প্রতিনিধি।।
আজ আন্তর্জাতিক এভারেস্ট দিবস। ১৯৫৩ সালের ২৯ মে এই দিনটিতে দু্ই পর্বতারোহী ব্রিটিশ নাগরিক স্যার এডমন্ড হিলারি ও ভারতীয় তেনজিং নোরগে শেরপা হিমালয়ের সুউচ্চ চূড়া এভারেস্টে জয় করেছিলেন।
এই দিনটিকে স্মরণ করতেই রাষ্ট্রসঙ্ঘ এই দিনটিকে আন্তর্জাতিক এভারেস্ট দিবস হিসাবে ঘোষণা করেছে।
এবারে নতুন রেকর্ড গড়লেন যুবক সত্যদীপ গুপ্ত।
এক মরশুমে পরপর এভারেস্ট, লোৎসে আরোহণ করে রেকর্ড গড়লেন ভারতীয় পর্বতারোহী সত্যদীপগুপ্ত ।ভারতীয় পর্বতারোহী সত্যদীপ গুপ্ত একই মরশুমে দু’বার মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে পর্বত আরোহণ করে ইতিহাস গড়েছেন। একইসঙ্গে তিনিই হলেন প্রথম ভারতীয়, যিনি মাউন্ট এভারেস্ট থেকে মাউন্ট লোৎসের যেতে ১১ ঘন্টা ১৫ মিনিট সময় নিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন।
সত্যদীপ গুপ্ত, সোমবার দুপুরে বিশ্বের চতুর্থ উচতম ৮ হাজার ৫১৬ মিটার উচ্চতার মাউন্ট লোৎসে পর্বত শৃঙ্গ আরোহণ করেন। তার আগের দিন রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ তিনি আরোহণ করেন বিশ্বের সর্ব্বোচ্চ শৃঙ্গ ৮’ হাজার ৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট। তাঁর সঙ্গে ছিলেন পাসতেম্বা ও নিমা উংগদি শেরপা।
আজ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তার রাজ্যের জনগণকে নিয়ে আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালন করলেন স্বতস্ফূর্ত ভাবে।পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করতে তিনি আজ সিকিমে Hill Walkathon ( হিল ওয়াকথন) এর উদ্বোধন করেন সকালে।
দার্জিলিঙে তেনজিং নোরগের নামে একটি পর্বতারোহী প্রতিষ্ঠান রয়েছে। এখানে ভারত, নেপাল,শ্রীলঙ্কা,ব্রিটেন সহ ৩২ দেশের উদ্যোগী যুবক পর্বতারোহী হিসাবে প্রশিক্ষণ নিচ্ছেন।