সর্বশেষঃ
নারায়ণগঞ্জে ফের ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নারী ও শিশুসহ দগ্ধ ৪
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৪৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে
ফতুল্লা(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের কাশিপুরের হোসাইনি নগর এলাকার ছয়তলা ভবনের পাঁচ তলার একটি ফ্লাটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন দগ্ধ সহ আহত হয়েছেন ৬ জন৷
শনিবার(১২ আগষ্ট) দিবাগত রাত ১২ টার দিকে স্থানীয় আসলাম সিকদারের মালিকানাধীন লক্ষী নিবাসের ৬তলা বিশিষ্ট ভবনের পাঁচ তলার একটি ফ্লাটে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন, এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, পোশাক কারখানার শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বিথি আক্তার এবং তাদের একটি কন্যা শিশু।
এছাড়াও স্থানীয় ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির হোসেন নামে দুইজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও দগ্ধের স্বজনদের তথ্য মতে জানা যায়, রাত টিক ১২ টার দিকে ছয় তলা ভবন লক্ষী নিবাসের পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পরতে দেখা যায়। এসময় বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে এবং দগ্ধ-আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক দগ্ধ ৪ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠিয়ে দেন।এদের মধ্যে আবু কালাম নামের এক জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে৷
এছাড়াও জাকির নামে একজনকে এখানে রেখেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন।
স্থানীয় এক প্রত্যক্ষ্যদর্শী জানান, ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলাম এসময় হঠাৎ বিকট শব্দ শুনে ঘর থেকে বের হতে ঘরের দরজা খোলার চেষ্টা করি, কিন্তু কোন ভাবেই দরজা খুলতে পারছিলাম না। অনেক চেষ্টার পর খুলেই দেখি বাড়ির উঠানে বিশাল এক ভাঙ্গা দেয়াল দরজা মূখে পরে আছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। গ্যাস বিস্ফোরণে ছয় তালা ভবনের পাঁচতলাস্থ একটি ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাপত্র ভেঙে গেছে।এবং ওই ফ্ল্যাটের দরজা ও জানালাসহ ঘরের আসবাপত্রসমূহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডার গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তবে তদন্ত শেষে ঘটনার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান সহ বিস্তারিত জানা যাবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ