ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত দোয়ারাবাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা।।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গত চারদিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারা ও ধুমখালীসহ উপজেলার সকল নদী-নালা, হাওড়, খাল-বিলে পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে নিল্মাঞ্চল।
পাহাড়ি ঢলে সুরমা নদীর উপচেপড়া স্রোতে উপজেলার সদরের

মাইজখলা.বড়বন.তেগাঙ্গা.রইসপুর.রাখালকান্দি সুরমা ইউনিয়নে ভোজনা.শরীফপুর.নুরপুর.বেডিরগ্রাও গ্রামের রাস্তা ঘাট প্লাবিত হচ্ছে,নিচু এলাকা ও হাওড়পাড়ের লোকজন রয়েছেন সারাক্ষণ শঙ্কিত । কেননা গত বছরের এ সময়ে স্মরণকালের সেই ভয়াবহ সর্বগ্রাসী বন্যার ক্ষতচিহ্ন আর দূর্দশার কথা এখনো ভুলতে পারেননি ভুক্তভোগী মানুষজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।


সুনামগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান গত ৪৮ ঘন্টায় সুনামগঞ্জসহ ভারতের চেরাপুঞ্জি ও পার্শ্ববর্তী এলাকায় চলছে টানা বৃষ্টিপাত। আরো ভারি বৃষ্টিপাতের অশংকা রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত দোয়ারাবাজার

আপডেট সময় : ০৪:৩০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা।।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গত চারদিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারা ও ধুমখালীসহ উপজেলার সকল নদী-নালা, হাওড়, খাল-বিলে পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে নিল্মাঞ্চল।
পাহাড়ি ঢলে সুরমা নদীর উপচেপড়া স্রোতে উপজেলার সদরের

মাইজখলা.বড়বন.তেগাঙ্গা.রইসপুর.রাখালকান্দি সুরমা ইউনিয়নে ভোজনা.শরীফপুর.নুরপুর.বেডিরগ্রাও গ্রামের রাস্তা ঘাট প্লাবিত হচ্ছে,নিচু এলাকা ও হাওড়পাড়ের লোকজন রয়েছেন সারাক্ষণ শঙ্কিত । কেননা গত বছরের এ সময়ে স্মরণকালের সেই ভয়াবহ সর্বগ্রাসী বন্যার ক্ষতচিহ্ন আর দূর্দশার কথা এখনো ভুলতে পারেননি ভুক্তভোগী মানুষজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।


সুনামগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান গত ৪৮ ঘন্টায় সুনামগঞ্জসহ ভারতের চেরাপুঞ্জি ও পার্শ্ববর্তী এলাকায় চলছে টানা বৃষ্টিপাত। আরো ভারি বৃষ্টিপাতের অশংকা রয়েছে বলে তিনি জানান।