সংসার ভাঙছে নেহা কাক্করের
- আপডেট সময়- ০১:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতীয় বিনোদন জগতে আবারও বিচ্ছেদের সরগরম গণমাধ্যমে। এবার কোনো অভিনেতা কিংবা অভিনেত্রীর জুটি নয়, বরং বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর ও তার স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কে নাকি চিড় ধরেছে।অথচ মাত্র কিছুদিন হলো এ দম্পতির জমকালো আয়োজনে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হলো।
মূলত, গত ৬ জুন ছিল নেহা কাক্করের জন্মদিন। এ উপলক্ষে রাত ১২টা বাজতেই অভিনেত্রীর বাড়িতেই শুরু হয় উদযাপন। এদিন ৩৫ বছরে পা দেন এ গুনি শিল্পী নেহা। ক্রিকেটার উজবেন্দ্র চাচল এবং তাঁর স্ত্রী ধনশ্রী চাচলকেও দেখা যায় মধ্যরাতের পার্টিতে।
আত্মীয়-স্বজনদের ভিড়ে সবাই খুঁজছিলেন নেহার স্বামী রোহানপ্রীত সিংকে। কিন্তু জন্মদিনের পার্টির কোনো ছবিতে পাওয়া যায়নি তাকে। রোহানপ্রীতও নিজের সোশ্যাল মিডিয়া থেকে স্ত্রীকে শুভেচ্ছা জানাননি। তারপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন রোহান? তবে কি আলাদা থাকছেন তারা? নেটদুনিয়ায় এ নিয়ে জোর চর্চা হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি নেহা কাক্কর।
নেহা কক্কর ও তার স্বামী রোহনপ্রীত সিং
চণ্ডীগড়ে দেখা হয় নেহা আর রোহানের, প্রথম দেখাতেই প্রেম হয়। রোহান নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট। কিন্তু বয়সের ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের মাঝে। সর্বশেষ তারা সাতপাকে বাঁধা পড়েন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ