মাওলানা আলম হোসেন ফরিদপুরের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
- আপডেট সময়- ১১:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধি।।
ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের আয়োজনে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০২৩ খ্রি.। অনুষ্ঠানে হাফেজ মাওলানা মো. আলম হোসেনকে জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত করা হয়েছে। বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর শেখ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা মো. আবুল কালাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. কামাল হোসেন, মাস্টার ট্রেইনার, ফিল্ড সুপার ভাইজারগণ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা- কর্মচারীগণ, বিভিন্ন মসজিদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণ ।
অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের এলডিএ মো. ইউনুস মন্ডল।
প্রসঙ্গত উল্লেখ্য যে, জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচন পর্বে জেলার মোট নয়টি উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় নির্বাচিতদের পরবর্তীতে জেলা পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পায় ইমামগণ। এরপর এদের মধ্যে থেকে পূনরায় লিখিত পরীক্ষা ও সাক্ষাতের মাধ্যমে তিন জনকে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়। পরবর্তীতে সেই সকল ইমামগণ বিভাগীয় পর্যায় অংশগ্রহণ করার সুযোগ পায়।
এদিকে ফরিদপুরের মো. আলম হোসেন জেলা শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি এবং বাদাশিকস ফরিদপুর জেলা শাখার পক্ষে সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন এক বার্তায় শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, আলম হোসেন কোড়কদী ইউনিয়নের উজানদিয়া পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও বন্দর শংকরপুর শামসুদ্দিন খান দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার হেড ইনচার্জ।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ