বিএনপির সাথে কোনো সংলাপ নয়, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : হাছান মাহমুদ

- আপডেট সময়- ০১:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপির সাথে আমরা কোনো সংলাপের কথা বলিনি।কিংবা বিএনপির সাথে সংলাপের কেনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি না।
শুক্রবার(৯ জুন) দুপুরে রাজধানীর মতিঝিলে একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ভিত্তিক সংগঠন বোয়ালখালী সমিতি আয়োজিত, ঢাকার বার্ষিক মেজবান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের বক্তব্য আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে নিতে সরকার সংলাপের কথা বলছে এ সম্পর্কিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ প্রতিহত করতে চায়, তাদের সাথে সংলাপ করে কোনো লাভ নেই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। মির্জা ফখরুল ইসলাম সাহেব বরং এ সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, আমির হোসেন আমু সংলাপ নিয়ে যেটি বলেছিলেন, পরের দিনই তিনি সেটির ব্যাখ্যা দিয়েছেন এবং প্রথমে তিনি যা বলেছিলেন সেটি তার নিজের অভিমত ছিল, আমাদের দল আওয়ামী লীগ, সরকার বা ১৪ দলের কারো অভিমত ছিল না।
রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে বোয়ালখালীবাসীর ভূমিকার কথা স্মরণ করে বলেন, বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের অনেক সহযোদ্ধার বাড়ি এবং আস্তানা ছিল বোয়ালখালীতে। শহরের নিকটতম হওয়ায় বোয়ালখালীর মানুষ আগে থেকেই অন্য উপজেলার চেয়ে বেশি শিক্ষিত ও সংস্কৃতিমনা। এই আধুনিক ও মোবাইল সংস্কৃতি’র যুগেও তাদের বলী খেলা এখনও প্রসিদ্ধ।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ