গাসিক ভোটের মাঠে থাকবেন ১৯ ম্যাজিস্ট্রেট
- আপডেট সময়- ০৪:২৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট।।
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরন বিধি ও অপরাধের সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করতে ১৯ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২১ মে) এই সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যবস্থা নিতে আইন ও বিচার বিভাগের সচিবকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
গাজীপুরে নির্বাচনকালীন সংঘটিত অপরাধগুলো আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য তারা ভোটগ্রহণের আগের দুই দিন,ভোট গ্রহণের দিন (২৫ মে) ও ভোটগ্রহণের পরের দুই দিন অর্থাৎ ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত মোট পাঁচ(০৫) দিন দায়িত্ব পালন করবেন তারা।
এ ছাড়া খুলনা সিটি কর্পোরেশন ১০ জন এবং বরিশাল সিটি নির্বাচনে ১০ জন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই সিটিতে ১২ জুন নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ইসির উপসচিব মো. আব্দুস সালাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ প্রদত্ত ক্ষমতা বলে আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে গত ১৭ মে স্মারক মূলে জারিকৃত পত্রের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে তারা ভোটের আগে দুই দিন ভোটের দিন এবং ভোটের পরে দুই দিনসহ মোট পাঁচ দিন দায়িত্ব প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। আর খুলনা সিটি নির্বাচন ও বরিশাল সিটি নির্বাচনে ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ