সর্বশেষঃ
অভিমানে ঘরছাড়া ৩ কিশোরীকে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,মো.মুন্না।।
অভিমান করে ঘর পালানো তিন কিশোরীকে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
গত ১১এপ্রিল (বৃহস্পতিবার)বিকাল ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে ওই কিশোরীদেরকে উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, বাবার সাথে অভিমান করে ওই তিন কিশোরী গত ৮ মে সকালে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকা থেকে ঘর ছেড়ে পালিয়েছিল।
তারা হলো-কুমিল্লার নাঙ্গলকোট থানার কইরাম এলাকার লোকমান হোসেনের মেয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী তামাননা আক্তার(১৬), একই জেলার চান্দিনা থানার কঙ্গোয় মোহনপুর এলাকার মো: শফিউল্লাহর মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী জান্নাত আক্তার( ১৩) এবং লাকসাম থানার হারাখাল এলাকার মো: সোহাগ মিয়ার মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী সাদিয়া জাহান সুবর্ণা (১৩)।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম ‘সমকালীন কাগজ’কে জানান, চট্টগ্রামের আকবর শাহ থানায় দায়ের করা একটি জিডির মূলে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১১ এপ্রিল বিকেলে ফোর্সসহ গলফ-৭ ডিউটি করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনপি পরিবহন নামক বাসে তল্লাশী চালিয়ে তাদের তিনজনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানায়, তারা পিতা-মাতার সঙ্গে ঝগড়া করে অভিমানে ঘর ছেড়ে প্রথমে তারা কুমিল্লার খাটিহাতা শেরপুর ও পরে সিলেটে হযরত শাহ জালাল (র:) এর মাজারে দুই রাত্রী ঝাঁপন করে । পরে সেখান থেকে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রওয়ানা দেয়।
কাঁচপুর হাইওয়ে থানার টিআই ইব্রাহীম জানান, উদ্ধারকৃত তিন কিশোরীকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য জিডি তদন্ত কর্মকর্তা আকবর শাহ থানার উপ-পরিদর্শক সুজনকে অবগত করা হয়েছে। তাদের তিনজনকে দ্রুততম সময়ে পরিবারের কাছে হস্তান্তর আইনগত প্রক্রিয়াধিন রয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ