সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, নির্বাচন, পূর্বাভাস, ফিচার, বন্দর, বাংলাদেশ, রাজনীতি, সিদ্ধিরগঞ্জ
নারায়ণগঞ্জ-৫’এ বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে মাসুদুজ্জামান
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০২:৫১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক।।
আসন্নবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা সবচেয়ে বেশি এ আসনটিতে। প্রত্যেক নেতাই নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে ব্যস্ত।
তবে, ৫ই আগষ্টের গণঅভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টানোর পরে, বাস্তবতায় এবার প্রার্থী হিসেবে বিএনপি এমন মুখ খুঁজছে যাদের-শুধুই মাঠপর্যায়ে কেবল জনসমর্থন আছে এমন নয়, যিনি সাধারণ জনগণের দুর্ভোগের কথা জানেন এবং সমাধানে সামর্থ। তুলনামূলকভাবে স্বচ্ছ চরিত্রের অধিকারী, বিতর্কহীন, ক্লীনম্যান এবং ত্যাগীরা এই তালিকায় এগিয়ে থাকবেন।
এ বিবেচনায় এখন পর্যন্ত সদর-বন্দর নিয়ে গঠিত জেলার নারায়ণগঞ্জ-৫ এর গুরুত্বপূর্ণ আসনটিতে এগিয়ে রয়েছে এই জেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী এবং ব্যবসায়ী নেতা মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদ খ্যাত।
ব্যবসায়ী মাসুদুজ্জামান তরুণ ও ছাত্র বয়স থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং পরবর্তীতে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন মাসুদুজ্জামান মাসুদ। এরপর নগরীর নিজ এলাকায় যুবদলের ওয়ার্ড কমিটির সভাপতির পদেও দায়িত্ব পালন করেছিলেন।
পরে নিজ ব্যবসায়ে মনোনিবেশ করে ব্যবসায়ীদেরকেও নেতৃত্বও প্রদান করেছেন। তিনি দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি। শিক্ষা, ক্রীড়া ও মানবসেবায় আবদান রাখা মাসুদুজ্জামান সাধারণ মানুষের কাছে পরিচিত এক মানবিক মুখ।
বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরাও তার অবদানের কথা বিভিন্ন সময়ে বক্তব্যে জনসম্মুখে তুলে ধরেছেন। এ বিএনপি নেতা বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেপথ্যে থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দল ও দলের নেতা-কর্মীদের নানানভাবে সহযোগিতা করেছেন। গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্র-জনতার পক্ষেও তিনি বিশেষ ভূমিকা রেখেছেন তথ্য সূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জ-৫ আসনটিতে মাসুদুজ্জামান ছাড়াও দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এছাড়াও প্রাইম গ্রুপের কর্ণধার আবু জাফর আহমেদ বাবুল, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও শিক্ষক আলিয়ার হোসেনসহ আরও বেশ কয়েকজন নেতা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে পাঁচটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়।
ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে ভেবেছিলেন, হয়তো ওইদিন প্রার্থীরা চূড়ান্ত কোনো বার্তা পাবেন। তবে, দলের হাইকমাণ্ড নেতাদের ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করার দিকে নজর দেবার নির্দেশনা দিয়েছেন। দল যাকে চূড়ান্ত করে মনোনয়ন দিবে তাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করতে হবে বলেও জানান।
এদিকে, দলীয় সূত্র বলছে, বিএনপির উচ্চ পদস্থ নেতারা দেশের রাজনৈতিক সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তবে স্পষ্ট বার্তা হচ্ছে, সারাদেশের কোথাও কোনো মনোনীত প্রার্থী কাউকে চূড়ান্ত করেনি দল। তবে, দলের হাইকমাণ্ড মনোনয়ন প্রত্যাশীদের পোর্টফোলিও যেমন দেখছেন তেমনি পুরোনো এবং বর্তমান সকল কার্যক্রমের দিকেও নজরদারি রাখছেন।
বিএনপির হাইকমান্ড থেকে প্রার্থী কেউ চূড়ান্ত না হলেও বিতর্কহীন, ক্লিন ইমেজের নেতারা এবার মনোনয়ন পাবেন, তা তারেক রহমানের বক্তব্যেও স্পষ্ট উঠে এসেছে বলে জানাচ্ছেন দলটির নেতারা।
সম্প্রতি সময়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিসিসি’র বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রার্থী নির্বাচনে এবারের বিভিন্ন ধরনের কৌশলের কথা জানিয়েছেন।
এসময় তিনি বলেছেন, কোনো একটি পার্টিকুলার এলাকা থেকে দলের এমন একজন ব্যক্তিকে নমিনেশন দিতে চাইবো, যে ওই এলাকার সকল ধরনের সমস্যা সম্পর্কে সচেতন, এলাকার মানুষের সাথে যার সরাসরি সম্পৃক্ততা রয়েছে, পাশাপাশি জনসাধারণের সাথে উঠা-বসা আছে। যে কি-না ওই এলাকার বাসিন্দা ও জনসাধারণের সমস্যার সমাধান করতে সক্ষম। এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ-তরুণ, নারী, আবাল, বৃদ্ধ বনিতা, মুরুব্বিসহ ছাত্র-ছাত্রী- সকলের সঙ্গে যার সবসময় যোগাযোগ আছে। এসব যোগ্যতা সম্পন্নদের আমরা সর্বাধিক অগ্রাধিকার দেবো। যার প্রতি মানুষের জনসমর্থন আছে এবং এই জনসমর্থনকে নিজের সাথে রাখতে পারে। ওই রকম দেখেই আমরা মনোনয়ন দেবো।
তারেক রহমানের এমন বক্তব্যে স্পষ্ট, তিনি কেমন প্রার্থী চান আসনগুলোতে। তবে প্রার্থী নির্বাচনের মানদণ্ডে ‘ক্লিন ইমেজ, জনপ্রিয় মুখ, ত্যাগী, সাংগঠনিক অবদান এবং বিরোধহীন মনোভাব সম্পন্ন ব্যক্তিকে সর্বাধিক প্রাধান্য দিবে বিএনপি।
আর এইসব সকল ধরনের মানদণ্ডের বিবেচনায় নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মনোনয়ন দৌঁড়ে সর্বাধিক যোগ্যতায় এগিয়ে আছেন বলে মনে করছেন এলাকার সাধারণ জনগন, তৃনমুল নেতাকর্মী-সমর্থকরা।
মাসুদুজ্জামান মাসুদ বিগত এবং বর্তমান কর্মকাণ্ডের কথা তুলে ধরে মাসুদ সমর্থকরা স্পষ্ট জানিয়েছেন, মানবতার ফেরিওয়ালা, শিক্ষা ও ক্রীড়াঙ্গণে বিশেষ অবদান রাখা মাসুদুজ্জামান নগরীর মানুষের কাছে ‘ক্লিন ইমেজের’ অধিকারী ও পরিচিত মূখ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, দখল কিংবা দুর্নীতির কোনো ধরনের অভিযোগ নেই।
এমনকি ৫ আগস্টে আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএনপির অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে মব সৃষ্টি, দখলদারিত্ব, চাঁদাবাজি কিংবা আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতের বিস্তর অভিযোগ উঠলেও মাসুদুজ্জামান ছিলেন বিতর্কহীন একজন স্বচ্ছ ক্লিন ইমেজের মানুষ।
তিনি দলের ৩১ দফার বার্তা নিয়ে চষে বেড়াচ্ছেন পথে প্রান্তরে তৃণমূল গ্রামীন জনগোষ্ঠী ও সকল পর্যায়ের মানুষের কাছে। তিনি
কেবল দলীয় কার্যক্রমেই সীমাবদ্ধ রাখেননি নিজেকে, সাধারণ মানুষের সাথেও নিয়মিত কথা বলছেন মতবিনিময় করছেন, সুবিধা অসুবিধা খুজে বের করে তা সমাধানে কাজ করে যাচ্ছেন।
জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, নাগরিক সংগঠক, তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও দলিত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে গত কয়েকমাসে বেশ কয়েকটি মতবিনিময় সভাসহ নানান বিষয়ে আলোচনা করেছেন তিনি। সকল পর্যায়ের মানুষের প্রত্যাশার কথা যেমন শুনেছেন তেমনি দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাসও এবং সামর্থ অনুযায়ী ততক্ষণার বহু সমস্যা সমাধান করে দিয়েছেন। ৫ই আগষ্টের গণঅভ্যুত্থানে ভূমিকা রাখার কারণে তরুণ জেনজিদের সঙ্গেও রয়েছে তার ভালো বোঝাপড়া।
এজন্য সাধারণ জনগণের কাছেও মানবতার ফেরিওয়ালা মাসুদুজ্জামানের গ্রহণযোগ্যতা আকাশচুম্বী, তিনি রাজনীতিক হিসেবে নয়, দুঃসময়ে সকলের পাশে পাওয়া একজন মানবিক মানুষ।
করোনাকালীন সময়ে মাসুদুজ্জামান আবদার সাধারণ জনগন আজও ভূলেননি। ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পাশপাশি আর্থিক অস্বচ্ছল পরিবারের পাশেও ছিলেন মানবিক মাসুদ।
এছাড়াও মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনেও নিয়মিত আর্থিক সহায়তাসহ অনুদান করেন তিনি। সারাদেশে আলোচিত তল্লার মসজিদ বিস্ফোরণে ঘটনায় হতাহত পরিবারের পাশেও দাঁড়িয়েছেন মাসুদুজ্জামান। এমনকি আর্থিকভাবে অস্বচ্ছল অনেক পরিবারকে সাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন তিনি। নাগরিক দুর্ভোগ নিয়েও কাজ করছেন তিনি।
নগরীর সবচেয়ে বড় সমস্যা যানজট নিরসনেও অভূতপূর্ব ভূমিকা রেখেছেন তিনি। গড়ে তুলেছিলেন আমার নারায়ণগঞ্জ নামে একটি নাগরিক প্ল্যাটফর্মও। সম্প্রতি দেশে মহামারী ডেঙ্গু সংক্রমণ রোধেও কার্যকরী পদক্ষেপ গ্রহন করেন তিনি।
বিগত সময়ে গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদবিরোধী ভূমিকার কারণে ত্যাগ স্বীকারও করতে হয়েছে এই বিএনপি নেতা মাসুদুজ্জামানকে।এছাড়াও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিভিন্নভাবে আন্দোলনকারীদের পক্ষে সহযোগিতা করার কারণে ততকালীন গোয়েন্দা তালিকার শীর্ষে ছিলেন ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুদুজ্জামান। এমনকি আওয়ামী লীগ সরকারের পতন না হলে তাকে বহু মূল দিতে হতো, এমনকি জেলেও যেতে হতো।
শুধু তাই নয়, বিগত সরকারের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জুলুম-নির্যাতনের শিকার বিএনপি ও নেতা-কর্মীদের পরিবারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে ছিলেন তিনি। দলীয় কোনো পদে না থাকলেও, দলের জন্য ভালোবাসার কোনো কমতি ছিল না, দলীয় কর্মসূচিগুলোতেও নেপথ্যে ভূমিকা রেখেছেন তিনি।
এদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনটিতে ভোটের আগেই মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেতাদের হিংসাত্মক রোষানলে পড়তে হয়েছে মাসুদুজ্জামানকে। কিন্তু সেখানেও তিনি বিচক্ষণতার সাথে পরিচয় দিয়ে একজন দক্ষ সংগঠকের পরিচয় দিয়েছেন বলে দাবি জনগন ও সমর্থকদের। বিএনপির শীর্ষ কোনো পদে না থেকেও তৃণমূলের নেতা-কর্মীদের সমর্থন পাওয়া মাসুদুজ্জামানের বিরুদ্ধে কয়েকজন নেতা ইতোমধ্যে প্রকাশ্যে বিষোদগার করে বক্তব্য দিয়েছেন।
কিন্তু মাসুদুজ্জামান তাদের কোনো পাল্টা জবাব না দিয়ে বরং বরাবরই ঐক্যের ডাক দিয়ে ভেদাভেদ ভূলে সকলকে পাশে রাখতে চেয়েছেন। তিনি দলীয় গ্রুপিং বা দ্বন্দ্ব না করে নিজের মতো দলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার এই প্রয়াসই হাইকমাণ্ডকে আকৃষ্ট করবে বলে মনে করেন তারা। তবে তারেক রহমানকে সম্মানিত করতে তিনি বারংবারই বলেছে, আমি যদি মনোনয়ন নাও পাই, দল যাকে মনোনয়ন দিবে আমি আমরা সকলেই তার জন্য কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।




































































































