সর্বশেষঃ
বন্দরে নারী সংঘটিত অপরাধে মসজিদের সভাপতি মোশারফ বহিষ্কার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ২০ বার পড়া হয়েছে
বন্দর প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নে মুসাপুর কেন্দ্রীয় জামে মসজিদের বিতর্কিত সভাপতি হাজী মোশারফকে পরকীয়ার অপরাধে বহিষ্কার করা হয়েছে।
১৩ আগস্ট (মঙ্গলবার), মুসাপুর ইউনিয়নের মুসাপুর কেন্দ্রীয় মসজিদে বাদ এশার নামাজের পর তাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।
তথ্য সূত্রে জানাযায়, মুসাপুর ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে হাজী মোশারফকে মুসাপুর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু বহুদিন যাবত হাজী মোশারফ একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় যাহা কিছুদিন ধরে যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরে। উক্ত ঘটনাটি এলাকার মানুষের মুখে মুখে আলোচনা করতে দেখা যায়। এমতাবস্থায় এলাকা ও সমাজের ভাবমূর্তি নষ্ট হওয়ায় মুসাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার জনাব আলমগীর ১৩ আগস্ট, মঙ্গলবার বাদ এশার নামাজের পর জরুরি মিটিং কল করে। মিটিংয়ে সকলের সাথে আলোচনা সাপেক্ষে হাজী মোশারফকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন মুসাপুর জামে মসজিদের কমিটির মোতাওয়াল্লি জনাব আতাউল্লা মুন্সি, তাহার দুই ছেলে আরমান নিপু ও নিসাত। আরো উপস্থিত ছিলেন, শহিদুল্লা, সালে আহমেদ, আবুল কালাম, আবুল খায়ের, জহিরুল ইসলাম, আমানউল্লাহ, জসিমউদদীন, সামছুল হক এবং হাজী মোশারফ এর বিয়াই আবুল হোসেন।
যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবকদের আইকন জনাব বিল্লাল হোসেন, রানা আহমেদ, রুবেল আহমেদ, নয়ন মিয়া, ইমরান হোসেন, রাকিব আহমেদ, ওসমান গনি সোহান, ইছরাইল, জায়েদ হোসেন শান্ত, আশিক, সুমন।
সর্বশেষ বিল্লাল হোসেন তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন হাজী মোশারফ এর বিচার সমাজবাসী করবে কি করবে না সেটা তাদের বিষয়। কিন্তু তিনি এলাকা ও সমাজের ভাবমূর্তি নষ্ট করায় আমাদের মুসাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি পদে আর থাকতে পারবেন না। তিনি আহবান জানিয়ে যুবকদের উদ্দেশ্য আরো বলেন, সমাজের সকলকে নিয়ে মিলে মিশে কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে আরমান হোসেন নিপু মিটিং সমাপ্তির ঘোষণা করেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ