না’গঞ্জের বন্দর উপজেলায় চেয়ারম্যান পদে মাকসুদ হোসেন বিজয়ী
- আপডেট সময়- ০৫:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আলমগীর এবং টানা দ্বিতীয়বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ছালিমা হোসেন (শান্তা).!
স্টাফ রিপোর্টার।।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে জেলা জাতীয় পার্টির (জাপা) সহ-সভাপতি মাকসুদ হোসেন আনারস প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি সর্বমোট পেয়েছেন ২৯ হাজার ৮৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও মহানগর বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি আতাউর রহমান মুকুল চিংড়ি প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৫৩। অপর প্রার্থী বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬০৮ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আলমগীর। তিনি মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৬০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানাউল্লাহ (সানু) উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১ ভোট। বাকি দুই প্রার্থীর মধ্যে শহিদুল ইসলাম (জুয়েল) টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৪২৮ ভোট। মো. মোশাঈদ রহমান তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪০৬ ভোট।
অপরদিকে টানা দ্বিতীয়বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ছালিমা হোসেন (শান্তা)। তিনি ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৯ হাজার ৪৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদা আক্তার পেয়েছেন ২৬ হাজার ২৮৪ ভোট।
বুধবার (৮ মে) রাতে উপজেলা অডিটরিয়াম থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রের ৩৫৭টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরবচ্ছিন্ন ভোটগ্রহণ চলে। এই উপজেলায় মোট পুরুষ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৫৬৪ জন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ