গাইবান্ধায় জাল ভোট দেয়ার অভিযোগে এক কিশোর আটক
- আপডেট সময়- ০৬:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে শাকিল মিয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোর উত্তর গিদারী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মঙ্গলবার,২১ মে সকাল ১১টার দিকে গিদারী ইউনিয়নের গিদারী দীন মোহাম্মদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, শাওন মিয়া নামে অন্য একজনের ভোট দেয়ার চেষ্টার সময় আটক শাকিল মিয়া ধরা পড়েন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৫৯৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯০ হাজার ১৩৮ জন, নারী ১ লাখ ৯৬ হাজার ৪৫৫ জন ও তৃতীয় লিঙ্গের ৬ জন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ