নারায়ণগঞ্জে বিপুল পরিমাণে ইয়াবা জব্দসহ আটক ১
- আপডেট সময়- ০৪:১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আশি হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আখতারুজ্জামান নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুরস্থ ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম, আখতারুজ্জামান ওরফে দিলশান, নীলফামারী সদর থানার কানিয়াল খাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশ কাঁচপুর ওমর আলী স্কুলের সামনে অভিযান পরিচালনা করা হয়, এসময় চট্টগ্রামের কক্সবাজার জেলা থেকে ঢাকা আসার পথে আটকৃত উল্লেখিত ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে ৮০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে আটকের করে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ