না জেনে এভাবে প্যানিক ছড়ানো’টা ঠিক না, আমি ভালো আছি: সাফা কবির
- আপডেট সময়- ০৫:৫২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
প্রামাণ্যচিত্র নির্মাতা, সাংবাদিক, লেখক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুন) সকালে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এদিকে এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মডেল-অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এমন উড়ো খবর। এতে করে চিন্তিত হয়ে পড়েন এ অভিনেত্রীর ভক্তরা। এ খবর পৌঁছে যায় সাফা কবীরের কাছেও। এতে বেশ বিব্রত হয়ে পরেন তিনি।
পরে শুক্রবার (৯ জুন) বিকালে সাফা কবির তার নিজ ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।সেখানে উল্লেখ করে সাফা কবির বলেন, ‘হ্যালো এ্যাভরি ওয়ান, সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্ট আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সঙ্গে মিল থাকার কারনে অনেকেই আমাকে নিয়ে দুঃশ্চিন্তা করছেন।কিন্তু না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’
সবার কাছে দোয়া চেয়ে সাফা কবির বলেন, ‘আমি মহান আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ